KAZLARPER HIGH SCHOOL
EIIN-107864
News:
কাজলার পাড় উচ্চ বিদ্যালয়টি ঢাকা জেলার অন্তর্গত যাত্রাবাড়ী উপজেলাধীন কাজলার গ্রামের মধ্যস্থলে অবস্থিত। অত্র এলাকার শিক্ষায় পিছে পড়া জন গোষ্টিকে সুশিক্ষায় শিক্ষিত করার মহান উদ্দেশ্যে অত্র এলাকার মহৎ বিদ্যানুরাগী ব্যক্তিরা তাদের মেধা,শ্রম অর্থ জমি ইত্যাদি দান করার মাধ্যমে ১৯৮৭ইং খ্রী: যাত্রাবাড়ীর সেরা মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠা হতে অদ্যাবধি বিদ্যালয়টি নিয়মিত ম্যানেজিং কমিটি ও সুদক্ষ শিক্ষক মন্ডলী দিয়ে পরিচালিত হয়ে আসছে এবং শিক্ষার উত্তরোত্তর মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।