News:

প্রধান শিক্ষকের বাণীঃ 

 ডিজিটাল বাংলাদেশ ভাবনার সফল বাস্তবায়নের অংশ হিসাবেআমরা ঐতিহ্যবাহী “কাজলার পাড় উচ্চ বিদ্যালয়"  এর নিজস্ব ওয়েব সাইট চালু করেছি। বিশ্বায়ন ওতথ্য যোগাযোগের অভূতপূর্ব উন্নতির এই যুগে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ওশুভানুধ্যায়ীরা যাতে প্রতিষ্ঠানের সার্বিক তথ্য প্রয়োজনীয় মূর্হুতে ঘরে বসেই পেতে পারে তার জন্যইআমাদের এই প্রয়াস। আশা করি সকলেই এই ওয়েব সাইটটি থেকে উপকৃত হবে।প্রতিষ্ঠানের ওয়েবসাইটতৈরী ও তা তথ্যসমৃদ্ধ করার কাজে যারা মেধা ও শ্রম দিয়েছেন তাদেরকে অসংখ্যক ধন্যবাদ। ওয়েবসাইটটি সবার প্রত্যাশা পূরণ করুক এই আশাবাদ রাখছি।